যারে আপন ভাবোরে মন সে তো আপন নয়
মরণ এসে মুছে দিবে সকল পরিচয়।


কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া ভাবো
শূন‌্য হাতে এসেছি ধরায়, শূন‌্য হাতেই যাবো।
দুই দিনের এই জিন্দেগানী, যার মায়াতে চোখে পানি
সে তো আপন নয়
সোনার দেহ মাটি খাবে, মরন যদি হয়।
যারে আপন ভাবোরে মন সে তো আপন নয়।


আমার আমার করে রে তুই, কাটালি তোর বেলা
চিনলি না মন আপনারে, তারে করলি অবহেলা।
মোহ মায়ায় গোলেমালে, প্রভু তোমায় গেছি ভুলে
আমার সে ভুল ক্ষমা করো, ওগো প্রভু দয়াময়।
যারে আপন ভাবোরে মন সে তো আপন নয়।
মরণ এসে মুছে দিবে সকল পরিচয়।


১৩-৭-২০১৭