বাংলা সাহিত‌্যের উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামের কতগুলো কবিতা ও কাব‌্যগ্রন্থের নাম যা আমরা অনেকেই জানি না সেগুলো যাতে বর্তমান ও ভবিষ‌্যত প্রজন্ম সহজেই জানতে পারে এই ভাবনা থেকে দুই প্রিয় কবির রচিত কাব‌্যগ্রন্থের নাম দিয়ে কবিতাটি বিশ্বকবির প্রয়াণ দিবসে কবিদ্বয়ের শ্রীচরণে নিবেদন করলাম।



আমার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল
রবি ঠাকুরের ‘নৈবেদ‌্য’ নজরুলের ‘ঝিঙেফুল’।
‘অগ্নিবীণা’র তারে ঝংকারে সুরের ‘গীতাঞ্জলি’
নজরুলের ‘জিঞ্জির’ ‘ভাঙার গান’ রবি ঠাকুরের ‘চৈতালি’।
রবি গেঁথেছেন ‘গীতিমাল‌্য’ ‘আকাশ প্রদীপ’ জ্বেলে
নজরুল দিয়েছেন ‘শেষ সওগাত’ ‘দোলনচাঁপা’ ফুলে।
শিকল ভাঙার গান গেয়েছেন বিদ্রোহী নজরুল
রবি দিয়েছেন গানে কবিতায় সমাজের চোখে আঙ্গুল।
প্রিয় নজরুল ‘সিন্ধু-হিন্দোল’ ‘সর্বহারা’ ‘সাম‌্যবাদী’র গান গায়
‘চিত্রা’ ‘বিচিত্রিতা’ রবি ঠাকুরের ‘পরিশেষে’ ‘রোগ শয‌্যায়’।
‘ঝড়’ নির্ঝর’ ‘প্রলয় শিখা’ ‘বিষের বাঁশি’ হাতে
‘নতুন চাঁদ’ দেখে নজরুল ‘পূবের হাওয়া’য় মাতে।
‘চক্রবাক’ ‘চিত্তনামা’ ‘ছায়ানট’ নজরুলের অবদান
‘মরুভাস্কর’ রচে গেয়েছেন ইসলামের জয়গান।
রবি ঠাকুরের ‘সোনার তরী’ ‘শ‌্যামলী’ ‘কণিকা’
‘মানসী’ ‘খেয়া’ ‘মহুয়া’ ‘বীথিকা’ ‘বলাকা’ ‘ক্ষণিকা’।
‘সেঁজুতি, ‘সানাই’ ‘স্মরণ’ ‘কথা’ ‘গীতালি’ ‘কল্পনা’
বাংলার আকাশে ঝলমলে রবির নেই কোন তুলনা।
বাঙলাকে করেছেন ধন‌্য যাঁরা কাব‌্য নাট‌্য গানে
নজরুল রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন বাঙালির মনে প্রাণে।
২-৮-২০১৭