গরমে শরম ভুলে আরাম খুঁজি তাই
ঘুম হতে জেগে দেখি অঙ্গে লুঙ্গি নাই।
মানুষের দোষে আজ প্রকৃতি রুষ্ট
ছায়াহীন কায়াতে গরমের কষ্ট।
গাছ কেটে ধরণী করেছি উজাড়
নিজেরাই উদাসীন দোষ দেব কার।
এখনও যে বেঁচে আছি বিধাতার কৃপায়
বেশি করে গাছ লাগাও শূন‌্য এ ধরায়।
আর যদি করে কেহ বনভূমি নষ্ট
জীবনেও যাবে না গরমের কষ্ট।
২৭-৪-২০১৭