এভাবে চলে যাবে ভাবতেও পারিনি মৌমিতা
হয়তো বোঝাতে পারিনি আমার মনের ব‌্যথা।
জানতে পারিনি কেন চলে গেলে কোন অপরাধে
তোমার বিরহে আজ মন শুধু কাঁদে।
ভালোবাসায় ভরা হৃদয় আঙ্গিনা আজ
ভরে আছে অসীম শূন‌্যতায়। বর্ষার ফাঁকে
উঁকি দেয়া রোদে রঙধনুর সাত রঙ হয়েছে
ধূসর। হৃদয়াকাশে মলিন জোছনা, দু’চোখে
গাঢ় অন্ধকার। বিষাদের কালো মেঘে ঢেকে
আছে মনের বেলকনি। দু’চোখের কার্ণিশে
শ্রাবণ ধারা ঝরে অবিরত। প্রেমহীন, রঙহীন
জীবন আজ নির্জীব পাথরের মতো ভারী
অচল, অনড়। সময় বয়ে চলে স্রোতের মতো
শুধু জীবন থেমে আছে প্রেমহীন যাতনার
অসীম শূন‌্যতায়।


আমার বুকে মাথা রাখোনি কতদিন! কতদিন
হয়ে গেল তুমি বলোনি-“ভালোবাসি। ভীষণ
ভালোবাসি তোমায়।” তোমার মুখ থেকে
ভালোবাসার এই অমীয় সুধা বর্ষে না কতদিন!
সেদিনের ভুলে যাওয়া ভুল ছিল কি ক্ষমার
অযোগ‌্য অপরাধ? ভুল তো মানুষেরই হয়।
বিস্মৃতির ভুলে তবে কেন চলে গেলে?
তোমার এই চলে যাওয়ায় ভালোবাসা কমেনি
এতটুকুও হৃদয়ের কোণে। তবে ভালোবাসা
হারানোর ভয়ে কেঁপে উঠি ক্ষণে ক্ষণে।
তুমি ফিরে এসো মৌমিতা। আমার সাজানো
বাগান আবার ভরে ওঠুক ফুলের সৌরভে
কেননা তুমি রয়েছ অনুক্ষণ হৃদয়ের অনুভবে।


২৭-৭-২০১৭