জীবন চলার পথে প্রত্যেকটি পরাজয়
বিষন্নতার হুল ফোটায় অন্তরে- হৃদয় নগরে
অলিগলি ধরে সমাগত প্রহরে ছড়ায় হতাশার আস্তরণ।
রক্তে হাঁটে বেদনার কীট- চেতনার কোষে কোষে
পরাজয়ের ক্লেদাক্ত প্রলেপ কামড়ে ধরে
র‌্যাটল স্নেকের মতো নীল বিষ উপমায়।
অথচ জানি না, মায়ের জঠরে এই আমি যখন ছিলাম
হাত-পা বুদ্ধিবিহীন-ঠিক তখনও; ঠিক তখনও
চল্লিশকোটি শুক্রের সাথে দৌড়ের পাল্লায়
জিতেই এসেছি ধূলির ধরায়। পরাজয়ে তবে কেন ভয়?
নিশুতি রাতের পরেই তো দেখি সকালের সূর্যোদয়
এসো অবিচল আস্থায় নিপাট কররেখা পাঠ করে দেখি
জন্মের উপাত্তে লিখিত রয়েছে বিপ্লুত বিজয়। এসো-
আবার দাঁড়াই ওঠে-আরক্ত চুম্বন আঁকি বিজয়ের ঠোঁটে।
০৬-০২-২০২২