তুমি প্রেম দাও বলেই আমি প্রেমিক
তুমি বিষ দিলে আমি লাশ
তোমার চোখে আমাকে রেখেছো বলেই
দুঃখ আমাকে করে না গ্রাস।


তোমার সস্নিগ্ধ স্পর্শের অভাবে
দূরত্বের সাইবেরিয়ান অনুত্তাপে যতটুকু
বেদনার বরফ জমেছে মনে
একবার আমাকে ঝাপটে ধরো
কষ্টের আস্তর বাষ্প হোক উষ্ণ আলিঙ্গণে।


অতঃপর এসো, আদমের অন্তরে প্রবেশ করি।
প্রেম অথবা গন্ধম যা ছিলো আদম ও ইভের স্বর্গচ্যুতির কারণ
বোমা আর বারুদের ধ্বংসযজ্ঞ থেকে নির্বাণের লক্ষ্যে
এসো, এখানে আমরা একইরকম ভুল করি
অন্তর ও অন্তরীক্ষ হোক মাদাম তুসোর
অনুভূতিহীন শৈল্পিক নগরী।
১০-০৭-২০২৩