ছন্দনদী অষ্টপদী-এই ফরমেটটি আমার উদ্ভাবিত ছড়া/কবিতার নতুন কাঠামো। চতুর্দশপদীর অনুরূপ অষ্টপদী। যার পঙক্তি সংখ্যা আট এবং প্রতি পঙক্তিতে থাকবে আট অক্ষর। এভাবে আট অক্ষর এবং আট পঙক্তির পরম্পরার মাধ্যমে একাধিক অষ্টপদী দ্বারা দীর্ঘ একটি ভাবকেও প্রকাশ করা যাবে। নিরীক্ষাধর্মী এই কাঠামোটির উৎকর্ষ সাধনে ছান্দসিক কবিগণের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। আশা করি কবিতার রাসাস্বাদন থেকে কাব্যামুদি পাঠক বঞ্চিত হবেন না।


আপনাদের জন্য ধারাবাহিক এই আয়োজনে আজ ভিন্ন ভিন্ন শিরোনামে ৬৪-৭০ পোস্ট দিলাম।



বোধের শরীরে
.........................
৬৪
বোধের শরীরে লাগে
শিহরণের কাঁপন
মনে হয় এ জগতে
তুমিই বেশি আপন!


ভুলনি তুমি আমাকে
লৌকিকতার বাধায়
তোমার এ ভালোবাসা
আমাকে বেশি কাঁদায়!
৩১-০৭-২০২০


তুমি ছাড়া
..................
৬৫
কল্পনার ডানা মেলে
নিত্য আমি যাকে খুঁজি
ভালোবাসা বলে আজো
তোমাকেই শুধু বুঝি!


তুমি ছাড়া বুকে মোর
শূন্যতার হাহাকার
ঢেউ তোলে নোনাজল
হৃদয়ের ভাঙে পাড়!
৩১-০৭-২০২০


যাদুহাত
......................
৬৬
স্নেহে জল ঢেলে যাও
অনুভূতির গোড়ায়
সাধ্য কার কবিতার
হৃদয় মন পোড়ায়?


ভাবনার করিডোরে
হেঁটে যাও দিনরাত
সৃষ্টিতে আছে অধিক
তোমারই যাদুহাত!
৩১-০৭-২০২০


অন্তরাকাশের অর্ক
৬৭
অন্তরাকাশে অর্কটা
লুকোচুরি খেলে হায়
অকারণ অভিমানে
আঁধারে লুকিয়ে যায়!


ডেকে ডেকে হই সারা
খুলে নাকো চোখ তার
আদরের কম হলে
খুব করে মুখ ভার!


৬৮
দেখে যদি কালো মেঘ
হৃদয়ের চারিদিকে
উজ্জ্বল মুখঅয়ব
মুহূর্তেই হয় ফিকে!


জানে না সে কতখানি
আমি তাকে ভালোবাসি
তার দেখা না দেখায়
সুখে হাসি দুখে ভাসি!
০২-০৮-২০২০



ছন্দনদী অষ্টপদী


৬৯
ছন্দনদী অষ্টপদী
আমার প্রাণের সুর
চোখের পাতায় করে
খেলা স্বপ্ন সমুদ্দুর!


আপন হাতে রোপিত
এ কাব্যফুলের চারা
হৃদয় পাড়া ছড়াবে
তার গন্ধ মাতোয়ারা!


৭০
অষ্টপদী স্পষ্ট ধারা
মগড়া নদীর তীরে
রাতের আঁধার ঠেলে
সে হৃদয়ঘাটে ভীড়ে


মধুভাষা স্বপ্ন আশা
হরেক রঙের ফুল
পরিপাটি ছন্দ পাবে
পাঠক হৃদয়কূ্ল!
০৪-০৮-২০২০