[কবি পারমিতা৫৮-এর ‘জাগর’ কবিতায় করা মন্তব‌্য থেকে সৃষ্ট কবিতাটি প্রিয় কবি পারমিতা৫৮কে উৎসর্গীত]


আছে কী মানে
এমন জাগরণে
থাকবোই যদি
জীবস্মৃত নিরাসক্ত।
বিপ্লবী হাত
শূন‌্যে ছুড়ে
চেতনায় জাগো
জাগো ভূঁই ফুড়ে।
জাগো মহারণে
আসুক পরিবর্তন
নব জাগরণে।
২০-৭-২০১৭