ভাল্লাগে না পান্তা খেতে শান্তা কেঁদে কয়
বাবা মরে গেলেই কি মা মানুষ গরিব হয়?
কাজের শেষে বাবা যখন আসতো ফিরে ঘরে
হরেক রকম সদাইপাতি আনতো ব্যাগে ভরে।
তোমার লাগি আনতো কিনে তাঁতের চিকন শাড়ি
আমার লাগি পুতুল এবং চড়ুইভাতির হাড়ি।
এখন কেন ভাত জোটে না মাছ জোটে না পাতে
সকালবেলা পান্তা খেয়ে উপোস থাকি রাতে?
বাবা নামের টাকার চাকা বন্ধ হলো বলে
ভাসছে কি মা ভাতের থালা চোখের অথই জলে?
ক্ষুধা তো আর সয় না মা গো বুকের ভেতর ঘাঁই
চাঁদটা ধরে দাও এনে মা চুলায় সেঁকে খাই।
০৭-১১-২০২৩