অনিদ্র চোখের তারায় তারারা জেগে থাকে
জানালায় বসে থাকে দ্বাদশীর চাঁদ
পলাশের ডালে দোল খায় বসন্তের-
বাসমতি রঙ ঘাসফুল উপমায়।


ভেতরে বিস্তারে অসহ্য সাহারা-বিগলিত
মেঘের অবীর্য ফোঁটা বড় অসহায়-
শুষে নিতে অন্তরের সনাতন তৃষ্ণা।


মুখোশের আড়ালে অসংখ্য মুখ
প্রণয়ের পরিবর্তে ঢালে- কেবলই ঢালে
মগজের করিডোরে আগুন দুপুর।


নিসর্গে নৈঃশব্দ জমা করে শিশিরের
ব্যথিত ঘুঙুর
করতলে নেই কারো নরম চিবুক
বসন্তদিনের অন্তে জলে টলোমল
চোখের পুকুর।


ফাগুনে আগুন জ্বালে অশোকের শাখা
বসন্তের বাসমতি রঙ- হৃদয় পোড়ায়।
০২-০৩-২০২৩