কদমের সাথে তোমায় দিয়েছি যে মন
জানো না গো বন্ধু তুমি কতটা আপন।
বাদল দিনের কদম দিলাম জরিয়ে রেখো বুকে
আমায় বন্ধু খুঁজো নাকো অশ্রু ভেজা চোখে।
আমি যদি যাই হারিয়ে জলের স্রোতে মিশে
স্মৃতিগুলো ডাকবে যখন রাখবে ধরে কিসে?
আষাঢ় এলে দেখবে চেয়ে কদম্বের শাখে
স্মৃতিগুলো ছড়িয়ে আছে ফুলের রেণু মেখে।
কদম্বের গন্ধে যখন আকুল হবে মন
আমার কথা তোমার মনে পড়বে সারাক্ষণ।
আষাঢ় মাসের বৃষ্টির ফোটা ঝরবে যখন চোখে
আমার ছোঁয়া পাবে তখন কদম রেণু শুঁকে।
১৬-৬-২০১৭