বৈশাখী ঝড়ে ওড়ে এলোমেলা শাড়ীর আঁচল
চোখের কার্ণিশে স্মৃতিগুলো করে টলমল
আবেগের ঢেউয়ে ভিজে চোখের কাজল
কখনও হাসায় আবার কখনও কাঁদায়
কখনও দুরাশার কালো মেঘে ছেয়ে যায় মন
কখনও আশার আলো করে ঝলমল।
বৈশাখী ঝড়ে ওড়ে এলোমেলা শাড়ীর আঁচল।


নতুন সকাল আসে বৈশাখী সাজে
নতুন স্বপ্ন খেলা করে হৃদয়ের ভাঁজে
শোক তাপ ভুলে হাসি প্রাণ খুলে
গ্লানি জরা দূর হয় বৈশাখী হাওয়ায়
নতুনের আগমনে পুরনোকে জানাই বিদায়।
খুশির আবেশে হয় প্রাণ চঞ্চল
বৈশাখী ঝড়ে ওড়ে এলোমেলা শাড়ীর আঁচল।


২০-৪-২০১৭