আজ
আমি ভালোবেসে
দেউলিয়া হয়ে গেছি।
সবুজ স্বপ্নগুলো মরে গেছে
যেমন মরে যায় সবুজ পাতারা
বিবর্ণ শীতে, বসন্তের সম্মোহনী কুহকী ডাকে।


আজ
আমি একা।
শুধুই একা ঊড়ন্ত
এক দলছুট নিঃসঙ্গ বলাকা।
নদীভাঙ্গা উদ্বাস্তুর মতো হৃদয় ভাঙ্গা
স্রোতে ভাসা শেওলার মতো আশ্রয়হীন আজ।


আমার
একান্ত সঙ্গী
দুঃখরাও আজ কেমন
কাছে আসতে ভয় পায়।
কেননা, আমার বুকের শুকনো নদীতে
আচম্বিতে আঘাত করে বেদনার নির্মম সুনামী।


আমার
বুকের ভিতর
বাসা বেঁধে আছে
নিঃসঙ্গ বেদনার রক্তাক্ত হাহাকার।
অতৃপ্ত আত্মার ভৌতিক আঁধারে আমি
ঘুমহীন জেগে রই বেদনার রক্তচক্ষু পাহারায়।
২৬-২-২০১৮