চব্বিশটি বছর বেদনাকে লালন করেছি
সুপ্ত আগ্নেয়গিরির মতো, বুকের গহীনে
সময়ে অসময়ে বেদনার সাথে খেলেছি
লুকোচুরি খেলা। কত রাত জেগে বেদনার
সাথে সঙ্গম করেছি মধুর আলিঙ্গনে।
বেদনা আমাকে জ্বালাতে চেয়েছে বার বার
পারেনি। বরং সে নিজেই পুড়ে হয়েছে
ছারখার আমার বুকের আগুনে পুড়ে।
কতকাল তাকে ঘুমোতে দেইনি ভালোবেসে,
সহবাসে বেদনার বুকে লেগেছে কাঁপন।
নির্ঘুম রাত জেগে জেগে আজ সে
বড়ই ক্লান্ত। দীর্ঘ দুই যুগ আমি ছাড়া
তার চোখে তাকায়নি কেউ ভালোবাসার চোখে।
এতকাল পরে আজ তাকে দিয়েছি ছুটি,
ছুটি পেয়ে তার কোকিল রাঙা চোখ
মায়াবি জোছনায় ঢাকে। দু’চোখের পাতায়
লুটোপুটি খায়, আহা কী প্রশান্তির ঘুম!
ঘুমন্ত বেদনার দরজায় কড়া নেড়ে
আর তাকে জাগিও না। তাকে ঘুমোতে দাও।
অনন্ত কালের ঘুমে সমাপ্ত হোক আমার
চব্বিশ বছরের বেদনা বিলাস।


৩০-৬-২০১৭