(সম্প্রতি আযানকে কটা্ক্ষ করে সনু নিগমের মন্তব‌্যের প্রতিবাদে আমার কবিতা-)


আল্লাহু আকবার আযানের ধ্বনি
পাঁচ ওয়াক্ত সালাতে প্রতিদিন শুনি।
মিনার হতে ভেসে আসে আযানের সুর
কল‌্যাণের আহবান কত যে মধুর!
ঘুম হতে সালাত উত্তম বলে আযানে
সুখের শয‌্যা ত‌্যাগি বান্দা ছুটে রবের পানে।
নতশিরে ব্রত হয় স্রষ্টার ধ‌্যানে
শোণিতে শিহরণ লাগে মধুর আযানে।
হৃদয়ে ঝড় তুলে আযানের সুর
শুনি যখন গুণগান মহাপ্রভুর।
শাহাদাতের ঘোষণা ভেসে আসে কানে
আল্লাহ ও রাসুলের পবিত্র শানে।
আযানের সুর শুনে পালায় অসুর
মোমিনের কানে তা লাগে সুমধুর।
পৃথিবীর যত দেশে যত সুর বাজে
আযানের সুর সেরা সকলের মাঝে।
আযানের সুর যেবা বাসে না ভালো
পাপিষ্ট হৃদয় তার অন্তর কালো।
২৯-৪-২০১৭