হাজার হাজার স্বপ্নের হয়েছে মৃত্যু
তবুও অমরত্বের অলীক আশায় হাঁটি পথ
এমন বেকুব আছে নাকি আর!
ভুলের  সঞ্চয় বাড়ে, মিলে না হিসাব
জীবনের সুদীর্ঘ পথের বাঁকে তাকালেই
ছেৎ করে ওঠে বুক, ভাঙনের দিন-
আসে ঘনিয়ে, তবুও চোখের চোহদ্দি
ছাড়ে না ভুলের স্বর্গ!
বদলাতে থাকি নিজের মতন করে
ভুল ব্যাখ্যায় অভিধানের কতক শব্দের মানে
ভুলে যাই শীতরাত-চেতনায় জোর করে
ধরে রাখি বসন্ত উচ্ছ্বাস-নিউরণে
মিথ্যার মোহন সমাবেশ।
ভাঙনের দিনে বড় ভয়- তাই কাঁচামাটি
আল গড়ি বোধের প্রান্তরে-নতুন জোয়ার রোধে
ক্ষয়ে যাওয়া নক্ষত্রের আলোয়-অন্ধকার
রাতের বিবরে খুঁজি অমরত্বের প্রশস্ত পথ
উল্কার ফসিলে খুঁজি জীবনের হারানো উত্তাপ
সূচের ফোঁড়নে বাড়াই হাতের আয়ুরেখা
এতটুকু আশা আর এতটুকু সাধ
আর কিছুদিন যদি গৌরবের
হারানো মুকুট ধরে রাখা যায়; আর কিছুদিন
যদি সুখের ভূবনে টিকে থাকা যায়!
০৮-১২-২০২০