কবি আমায় বলো যে তোমরা
আমি কিন্তু কবি না
কবিতা যদিও লিখি দুচারটা
আমি কবিতার ব্যাকরণ বুঝি না।
চরণে আসে না সঠিক নিয়মে
কবিতার মাত্রা ও ছন্দ
গদ্যে ও পদ্যে একাকার তাই
লেগে যায় ভীষণ দ্বন্দ্ব।
মাথায় আমার আসে যাহা
গুছিয়ে লিখিতে পারি না
আবোল তাবোল লিখে যাই
তাই নিয়ম-কানুন খুঁজি না।
বিদগ্ধজন আছেন যাঁরা
বুঝেন কবিতার ভাষা
বলে ত্রাহিস্বরে মোরে তিরস্কারে
বেটা মূর্খ্য চাষা।
কবি আমায় বলো না তোমরা
আমি যে ভাই কবি না
যে যা বলে বলুক আমায়
আমি অন্যের খুঁত খুঁজি না।
মনে যাহা পড়ে কবিতার মতো করে
লিখিতে আমি যে পারি না
ক্ষমা করো মোরে বলি সবিনয়ে
আমি যে ভাই কবি না।
২৫-৪-২০১৬