[সূরা বাকারার ২৫৫ নং আয়াতটি (আয়াতুল কুরসী) অক্ষরবৃত্ত ছন্দে প্রতি লাইনে ১৪ মাত্রা দিয়ে সাজিয়ে কাব‌্যানুবাদ করার চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি আল্লাহ যেন ক্ষমা করেন।]


মহান আল্লাহ, তিনি ছাড়া নাই কোন
সত‌্য উপাস‌্য। তিনি চিরঞ্জীব, সবার
রক্ষণাবেক্ষণ কারী। তন্দ্রা ও নিদ্রা তাঁকে
করে না স্পর্শ। আকাশে ও মাটিতে আছে
যা কিছু সব তাঁরই। কে আছে এমন
তাঁর অনুমতি বিনা করে সুপারিশ
তাঁর নিকট? তাদের সন্মুখে ও পিছে
যা কিছু আছে সব কিছু তিনি অবগত;


তিনি যা ইচ্ছা করেন তা ব‌্যতীত তাঁর
অনন্ত জ্ঞানের কোন কিছুই মানুষ
পারে না জানতে; গগন ভুবন বেষ্টন
করে আছে তাঁর আসন এবং তাঁকে
ক্লান্ত করে না এতদুভয়ের রক্ষণ।
তিনি উচ্চ মর্যাদাশীল ও মহীয়ান।


১-৬-২০১৭