একটি আলোকিত ভোরের প্রতীক্ষায়
প্রহর কাটে
পৃথিবীর পথে পথে অন্তহীন হেটে।
জানি না সে ভোর আর কত দূর
ঘন ঘোর আঁধারে
মানবতা আজ ধূলায় লুটে।
উচ্ছিষ্ট খাবার নিয়ে ডাস্টবিনে
কাড়াকাড়ি
কুকুর ও মানব শিশু অনাহারী পেটে।
একটি নতুন দিন, একটি সুন্দর সকাল
সূচিত হোক
ক্ষুধা ও দারিদ্র মুক্ত পৃথিবীর বুকে।
তমসার বুক চিরে আসুক সেই
প্রত‌্যাশার ভোর
ধনী-দরিদ্রের ব‌্যবধান হয়ে যাক দূর।
সবার কণ্ঠে বাজুক সাম‌্যের সুললিত বাণী
মুছে যাক গ্লানী
নতুন আলোয় সুচি হোক সুন্দর অবনী।


২৭-৭-২০১৭