যেতে চাইলেই
সামনে দাঁড়ায় জলচিকচিক দুটি চোখ
যেতে তো হবেই
পৃথিবীতে আমি ক্ষণিকের আগন্তুক।
জলের করাত
আয়ুবৃক্ষ কেটে কেটে গোপনে গিয়েছে সরে
অমানিশা রাত
আলোহীন পথে যেতে হবে ওই দূরের বন্দরে।
যে চোখের কোণে
বাসা বেঁধে আছে নিঃশব্দ শোকের ঢেউ
বলেছে গোপনে
পৃথিবীতে আসলে আমরা নই কারো কেউ।
স্বল্পায়ু শরীরে
বেদনার বোঝা চাপানোর কোনো মানে নাই
বোধের গভীরে
এসো বাসা বেঁধে আমাদের প্রেমে অমরতা চাই।
১১-০৯-২০২৩