ভেতরে বিরহ বাজে আজ, বড়ই বিচলিত মন
শিশিরের শব্দ হরণ করেছে, সমুদ্রের গর্জন।
যে পথে গিয়েছ চলে, সে পথ শুয়ে আছে বুকে
স্মৃতির তিতির কেঁদে ওঠে,  সীমাহীন শোকে।
ধোঁয়ার মতোন বাতাসে মিশে, ব্যর্থ বাসনার গান
অবিশ্রান্ত শুশ্রূষার হাত খোঁজে, আহত পরান।
তামাটে তনুর প্রান্তরে, জ্বলছে যে বেদনার শিখা
সেখানে থাকুক বিবর্তনের, কিছু ইতিহাস লিখা
পুরনো পথের সাথে হোক, নতুন পথের সংযোগ
সেরে যাক অধরের, অনন্ত অনার্দ্রতার রোগ
দ্বিধার দেয়াল ভেঙে আবারও, ও পথেই রেখেছি হৃদয়
আহ্ তৃষ্ণা! ভীষণ তৃষ্ণা! আজ যেন চুম্বনের বৃষ্টি হয়।
২৯-১১-২০২৩