'         হ্যাঁ, আমি হবো বিশালাকারে সিন্ধু
             হবো আমি নানান রঙে বর্ণীল,
          গগন রূপে বুকে,নামবে তুমি ঝোঁকে,
         ফাঁকের হবে সমুদ্রজল সম গরমিল।


অাশ্লেষে টালমাটাল, দিগ্বিদিক ঐ দখিণা পবন,
ক্রমশ হাওয়া উত্তালে খুঁজবে ঢেউয়ের সংবরণ।


         খুনসুটে তরঙ্গ, আহ্লাদে উৎসুক উৎসবে
             হবে এক মূর্ত অভিগম জলোচ্ছ্বাস,
     অবনির মুখ লাজে, আঁধার কালো সাজে
                   প্রেমময় ঝড়ের আবাস।
            সাক্ষ্য স্বরূপ ঢোল-বাদ্য বাজিয়ে
               আত্মহারা ঐ মেঘের গর্জন,
            সবটা উজাড়ে বশীভূত হয়ে তুমি
                ঢালবে, লীলাময় বারিবর্ষণ।


     নিঙড়ে ফেলা প্রতিটি ফোঁটা হবে তোমার।
     আর আমাতে! এক একটি চুমোর নিদর্শন,
  দেদার সিদ্ধ দু'জনার,তবে অভিলাষী হবো আমি
     কড়ার'-এ রবে বিসর্জন, হবে তুচ্ছ এ ভুবন।


_______________


স্বত্বসংরক্ষিত, রচনাকালঃ ১৪/০৪/১৭ইং