আহ্ কী অনাবিল প্রশান্তি..!
চারিদিকে কত সুভাষিত সমীরণের ছুটাছুটি,
বিলাসপূর্ণ কক্ষেও কী শীতলা হাওয়া আর তুলতুলে কেদারা যেন আপন মর্জিতে জোর করে টেনে তুলে দেয় পায়ের উপরে পা।
               এ প্রশান্তি তুমি পাও কাদের শ্রমে?


বিশ্বময় কত রঙে সুসজ্জিত, কত বাহারি কারুকার্যখচিত নিদর্শন সুলভে অবলোকন করো।
দিবারাত্র চাকাওয়ালা ঘোড়াছুটা করে রাত্রিযাপন করো পাহাড়ের ন্যায় উঁচু গুহার কক্ষে।
                          এ সব গড়া কাদের ঘামে?
প্রজ্ঞাপনে দেখো...
যে পাহাড়ে বসে ছুঁড়ো থু-থু নিন্দার বাতাসে এই ভুবন রাঙানোর কারিগরের গায়ে, ঘোড়ার পদপিষ্ট করছো কতক। ন্যায্যমূল্যের অনাদায়ে সপরিবারে মরে। সেই সমীরণ ঠিকই প্রবাহমান,কিন্তু দুর্গন্ধ আর আহাজারিতে ভারী। নাক চেপে ফেলে যাও অদেখায় থু-থু।
  কাদের গায়ে ছুঁড়ো আর আসছে কাদের নামে?
_________
লেখক কর্তৃক সংরক্ষিত।
০১মে ২০১৭ ইং।।