বুকের কষ্ট থাকতো চাপা
তিলে তিলে তা ধরতো ফাঁপা,
সস্তায় বিকি হতো বাঙ্গালীর আশা
যদি না থাকতো প্রাণের বাংলা ভাষা।


বাংলা মায়ের বাংলা বুলি
রাখলো বহাল খেয়ে গুলি,
আত্মত্যাগে শ্বাসরোদ্ধ কত স্বপ্ন-আশা
করলো কত দামাল খাসা।


ভেঙ্গে মায়ের কষ্ট পাথর
ঘটা করে দেয় রক্ত নহর,
বিজয়কেতন প্রাপ্তি হলো কেটে অমানিশা
ঠাসা চোপা খায় হানাদার খাসা।


কালো কুয়াশা কেটে রাঙ্গা ভোর
বাংলার হাসি বাঙ্গালীর জোর,
স্বাধীন সুরে প্রতিটি ভোরে ফিরে প্রাণের দিশা
আহ্ কী সুমধুর, বাংলা-বাঙ্গালীর মিলিত ভালোবাসা।
______________
স্বত্বসংরক্ষিত,
রচনাকালঃ ০৮/০২/২০১৭ ইং।