ফাগুনের হাওয়া
                   করছে ধাওয়া,
                 ছুটে চলে ভ্রমর
             বাঁকা করে কোমর
                বৃক্ষে দিয়ে হেলা
                 ক্লান্ত দুপুরবেলা,
                  ভাবছে সে বসে
        মেলে না হিসেব কষে।
            কবে পাবে মধুকুঞ্জ
       মিটবে প্রাণের চাওয়া।


          এমন খরায় ছাওয়া
               যদি যায় পাওয়া
                লুটিবে পুষ্পরস
              ফুলকে করে বশ
       আচমকা পড়ে চোখে
ঐ'তো মালতী দোলে ঝোঁকে,
             সানন্দে নেচে যায়
         উড়ে পড়ে তার গায়।
      হুল ফুটিয়ে ধুতুরাফুলে
       মস্ত ভুলে গান গাওয়া।


              খুব হয়েছে নাওয়া
             এবার যাক্ যাওয়া,
           সে'কি হয়নি তোমার?
                "ও'রে বেশুমার।"
                এঁটে গেছো তুমি
একটু বেশি করে পাগলামি!
        ধুতুরা ফুল যে মধুহীন
      বুঝতে চাওনি কোনদিন?
    মায়া লাগে'রে তবুও তোর
      ঐ ফ্যালফ্যালা চাওয়া।।
         ___________________
রচনাকালঃ এপ্রিল ২৩, ২০১৭ ইং