বলেছিলাম না?
প্রতীক্ষার সমাপ্তি ঘটবেই।
কনীনিকা! তোমার ঐ নয়নরঁজন
তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোপন করে দ্যাখো-
ঐ কদম্ববৃক্ষ বরষার আগমনে আজ
কতটা স্বতঃস্ফূর্ত, কতটা সুখানুভূতিত,
বলেছিলাম না? ফুল ফুটবেই।
শুধু সানন্দে ভিজবে বলে-
শাখা'প্রশাখা মেলে ধরেছে শ্রাবণধারায়,
প্রতীক্ষার প্রহরিণী হয়ে আর কতো?
অভিলাষ চেপে ভেতরটা তো কুণ্ডলী প্রায়,
দিয়াশলাই'এর কাঁঠি থেকে কেবলি বারুদ
খসার অপেক্ষায়।
তুমি এসো আজ কৃষাণী হয়ে-
লাঙল-মৃত্তিকার প্রেমময় কষাঘাতে
প্রণয়ী'ফসল ফলাবো সামিলে সুনিপুণ
কৌশলে ভিজে ভিজে অঝোর ধারায়,
খুব ভিজবো কনীনিকা!
খুব ভিজবো সঙ্গোপনে- ঐ চঁচল শ্রাবণধারা'য়।।