প্রকৃতির কী অদ্ভুত পরিক্রমা!
বৃক্ষ হতেই বৃক্ষ সৃষ্টি, ধরার তরে রূপের বৃষ্টি।
মৃত্তিকার ঐ বুক চিঁড়ে গজায় বৃক্ষচর;
সে বৃক্ষ রয় সন্তানরূপে মৃত্তিকা তার মা।


ছটফটানি'তে কাতরায় সে বৃক্ষ ভরদুপুরের খরতাপে,জওয়ানি পবনে পরাগরেনু যেন অদৃশ্য শৃঙ্খলে নাচতে নাচতে ক্লান্ত হয়ে পড়ে;
ঘামে ছেড়ে বৃক্ষরস আসে আর সেই চুঁইয়ে পড়া বিন্দুকণা মায়াবতী মৃত্তিকা তা গর্ভে লালিত করে- জন্ম দেয় বটবৃক্ষের।


আদত মৃত্তিকার মায়ার আদলে বেড়ে উঠে সেই বৃক্ষাদি। নাড়ির টান কী অদ্ভুতুড়ে!
কচি বৃক্ষ চুষে নেয় পুষ্টি, পূর্ণত্ব হয়ে - একদিন সে মৃত্তিকাকে আগলে রাখে ঝড়-বাদলে।
কী অদ্ভুতুড়ে আঁকড়ে রাখার কৌশল আর কী অদ্ভুত প্রেমে নেপথ্য পরিক্রমা।