কবি সে-তো কবি
সদা স্বচ্ছ প্রাণের ছবি,
কবিতা কবির বারতা
কবিতাবলি তার প্রতিচ্ছবি।
কলমের সঙ্গে তার দারুণ সখ্যতা,
কৃষকের ন্যায় লাঙল চালায়
প্রেমময় তার দক্ষতা।


কাগজ বলে ওঠে খুনসুটে সুরে... হে কবি "
তুই আঁকবি কোথায় বল? তোর মনোগত ছবি!
বিছায়ে দেই বলেই আমার মনের খাতা,
নিপুণ হাতে দুই খোঁচা মেরে লিখে ফেলিস কবিতা!
পছন্দসই বেছে নিয়ে সদ্য সাদা পাতা।


ছন্দতালে বুনে যাস্
তুইও একটু আনন্দ পাস্
দুজনেরই ভ্রান্তি ক্লান্তি মিটাই ভুলে দুঃখ ব্যথা,
পাঠকের মনেও একই শমগুণে যুগযুগান্তর পাণ্ডুলিপি হয়ে থাকিস...
                                   কবি আর কবিতা।
কবিতায় কবি জানায় মানবতার দাবি,
কুসংস্কারের বাজে শিকল ভাঙে মনুষ্যেতর চাবী।,
কবিতায় বাঁধি সাম্যের সুর,
গাই দেশের জয়গান,
মরূদ্যানে নিরন্তর বৃষ্টি,
খরার বুকে শীতলা বান
পথভ্রষ্টের তরে সত্যের আহ্বান।


বিরহিণী মুছে আঁখিজল, বিদ্রোহিণী
পায় বল কবির কবিতা পড়ে,
নিরক্ষরতার ঘোর অাধারো পায় আলোর দিগন্ত ছেলে হারা মা ফিরে যায় ঘরে!


পায় ভাষা খুঁজে অনেক অব্যক্ততা,
স্রষ্টার অশেষ মহিমায়.. কবি স্বত্বা
          স্বার্থক হয় "কবি আর কবিতা।।