বহমান জীবন নদীর স্রোতে স্বপ্ন
অাঁকড়ে ধরে বাঁচার মাঝপথে শত
প্রাপ্তি অপ্রাপ্তির ভিড়!


সাধ আঁটে প্রাণে বিশালী বটবৃক্ষের
মায়াময় ছায়া কায়া থেকে শেকড়বাকড় অবধি,
নচেৎ ঝড়ে তছনছ হয়ে যাওয়ার
পর রয়ে যাওয়া তুচ্ছাতিতুচ্ছ খড়কুটো,
যাহা এ প্রাণের উৎসাহের সঞ্চার।


এই খড়কুটোকেই পূঁজি করে নতুনত্ব
পায় বহমান জীবন নদীর স্রোত,
অকূলে ধেয়ে চলে অন্তিম দিগন্তরেখার
পানে নির্দয়ে নির্দ্বিধায় অজান্তে।।


..../ দৈনিক মানববার্তা(দিনাজপুর) থেকে প্রকাশিত ১৩ মে ১৭ইং।