মৃত্যু দুয়ারী প্রেম জুয়ারি
হর হামেশা মস্ত খেলোয়ার,
বায়ান্ন তাসে সর্ব সর্বনাশে
নাটকীয়তার জোকার...
    জীবন জুয়াতে।


থুয়ে হর-তন কার্ডের কর্তন
নিশানা কেবলি দিতে টেক্কা,
নিশি জাগরণে আত্মহরণে
অন্তর্দাহে জীবনাশঙ্কা পুড়ে
      তামাকু ধোঁয়াতে।


অসতী আয়, ডাকছে আয়
বারাঙ্গনা রূপে নামবি কূপে,
স্যাঁতস্যাঁতে জল করবি পান
কাঁদুক যতই ঐ যুগল মা'য়
    তুই নিপাত কুয়োতে।


তৃষাতুর বুক ফেটে চৌচির
কোথায় পানি? মুছতে গ্লানি,
বোধগামী তব তুই, লাভ কি?
জোকারের নাটকীয়তা শেষ
         জীবন জুয়াতে।।
______________________
লেখক কর্তৃক সংরক্ষিত।।
রচনাকালঃ ২৭/০৪/ ২০১৭