কী করে ঘৃণা করবে?
তোমার চোখেই তো আমার সর্বনাশ!
কী করে দূরে রবে?
                   তোমাতেই আমার বাস!
কী করে ভুলে যাবে?
                  বাঁচবে কি ছেড়ে নিঃশ্বাস?


এ আমার আবেগ নয়,
নয় কোন অভিনেয় বাক্য,
এ তোমারি সুরেলা কণ্ঠে উচ্চারিত অনিন্দ্য ভালোবাসার বহিঃপ্রকাশ।


তবে কেন হবে আজ,এমন ঝড়ের পুর্বাভাস?
চাইলেই কী ভুলতে পারবো তোমার চিরচেনা অম্লানবদন আর সেই ভেজা চুলের সুভাষ?


সে ঝড় চাইনি আমি, চাওনি তুমি!
তবে- কেন প্রকৃতি করছে এমন পরিহাস?
শক্ত হও তরঙ্গিণী...
ঝড় আসবেই ঝড় থামবেই, চলবেই-
অবিরাম প্রেমতরী দিকের টানে সময়ের বানে,
এ তোমার-আমার নিখাদ প্রেমের আত্মবিশ্বাস।।


      ১২/০৬/১৬ ইং _______