হুম!তুই স্বার্থের কোকিল,ফাগুন এলেই
মধুর ডাক তুলে তুই হাজির প্রকৃতির মাঝে।
হ্যাঁ, তুই স্বার্থপর আর তাই এমন মধুর
কণ্ঠস্বর তোর, কালো রঙ তোরই সাজে।


হুব-হু তোর রূপের কালো ছায়ার
আঁধারে ঢেকে  পরিপূর্ণ এ সভ্যসমাজ,
সভ্যতার নামে অপকর্মে কুলশিত করণের
অভিনব কৌশলে ফায়দা'র লুটতরাজ।


ভেতরে শত বেহায়া পশুর আগ্রাসন
লালিত করে ভালো মানুষী'র অভিনয়,
ক্ষণিকের পথচলায় খানিক হোচটে
রক্তক্ষরণের সন্ধিক্ষণে দূর্বার তরে সবিনয়।


পদতলের দূর্বা আজ তোর স্বার্থনয়নের
সুরমা  হস্তেপিষেও রসের অভাব,
চিবিয়ে নিয়ে ক্ষত উপশম ছুড়ে ফেলে বে'লাজা চিত্তে চলা তোর বসন্তের কোকিলা স্বভাব।
________________
স্বত্বসংরক্ষিত, রচনাকালঃ ২/৬/১৭ ইং