সবুজের সমারোহে সোনালীর চূর্ণকুন্তুলে
হলুদের আলপনায় অপরূপ সাজে,
এসো হে বসন্ত এসো।


কোকিলের কুহু তানে স্নিগ্ধ রাঙ্গা ঊষায়
ডালিম গাছের কচি ডালে,
এসো হে বসন্ত এসো।


আমের মুকুলে ভোমরার গুঞ্জনে
কৃষ্ণচূড়ার নিশুতি রাতের ফুলে,
এসো হে বসন্ত এসো।


কৃষ্ণকলি হয়ে দখিনা বাতাসে
শুভ্র শাড়ির আঁচল উড়িয়ে,
এসো হে বসন্ত এসো।


ধূলোউড়া মেঠো পথে টায়ারের সাথে
গ্রাম্য ছেলের নগ্ন পায়ে পায়ে,
এসো হে বসন্ত এসো।


আল-পথে সবুজ প্রকৃতির উজ্জ্বল হাসিতে
স্যামা মেয়ের অশান্ত চাহনির ক্যানভাসে,
এসো হে বসন্ত এসো।


ধানের ক্ষেতে সরিষার ফলে পলাশের ফুলে
রূপসী বাংলার আঙ্গিনায়,
এসো হে বসন্ত এসো।