এসো হে নবীন তরুণ প্রবীণ বুড়ো এসো,
উল্লাসের মিষ্টি ভোরে আসন পেতে বসো।
শহর-গ্রামে পড়েছে আজ আনন্দেই শান্ত রোদ,
ডানায়-ডানায় রং মেখে দেখ বাবুই চড়ুই ভাঙছে ক্রোধ।
সেজেছে চারপাশ, মেতেছে মানুষ, প্রজাতির জলনৃত্য,
আজকের মত উৎসবে প্রলয় হয় না প্রতি নিত্য।
যার-যার মত মসজিদে মন্দিরে উঠছে সবার ভক্তি সুর,
উদ্দীপ্তে নত ভাস্বর আনন্দে সজীব সাজে গঙ্গা কূল।
উৎসবেরই আবেশে ফেলছে সব দুঃখ-কষ্টের শূন্যতা,
সুখ আর আনন্দে বোনা অঙ্কুরে পৃথিবী পাবে পূর্ণতা।
নিজ-নিজ বিশ্বাসে ধর্মকে রেখে মাতো সবাই উৎসবে,
দিকভ্রান্ত আপন দোষে নাট্য শেষে পড়বে গিয়ে ঠিক-নরকে।
এসো তবে সবে মুছে ফেলে সংঘাত হাতে রাখি হাত,
তবেই তো আসবে পৃথিবীর কোলে ভ্রাতৃত্বের নতুন প্রভাত।