আজ আমি কবি নই,
কয়েক শতাব্দীর লিওনার্দো দ্য ভিঞ্চি হবো,
তবে চিত্রকর্মটা মোনালিসা নয়-
একটা মৃত শিশুর লাশ!
এটা ওমন রহস্যময় নয় বটে
তবে ঢের উল্লাসের মিছিলে খোদিত-
পৃথিবীর প্রভু বা ঈশ্বরদের কাছে!


তুলির রঙ আজ বেজায় লাল
এদের গায়ে গোলাপের সুগন্ধ নেই,
আছে শুধু মানুষ পঁচা গন্ধ!
সুগন্ধি গোলাপ তো তাদের জাফরানি মহলে-
নর্তকী বনিতার জবজবে লাল ঠোঁটের ভাঁজে!
তাইতো আমার তুলিতে বেদনার অঙ্কন।


ঐ মৃত শিশুটির নিশ্চল রক্ত দিয়ে একটা মানচিত্র আঁকবো,
মানচিত্রের ডানে রাখবো "কার্ল মার্ক্স,
                 বামে রাখবো "লেলিন,
                উপরে রাখবো "মাও সে তুঙ,
                  নিচে রাখবো "প্লেটো,
                      মধ্য ভাগে "সক্রেটিস,
জমবে ভালো মানচিত্রের সীমান্ত নির্বাচন দেখতে!
মা কসম-
যদি ব্যর্থ হন কালের মহা পুরুষগন
আমি লিওনার্দো হয়ে উঠবো চেঙ্গিস!
হাঁকিয়ে নিবো আলেকজান্ডারের ঘোড়া!!
আরবের তরবারি দিয়ে উন্মাদ হয়ে কেটে ফেলবো-
                ন্যায় বিচার ও নীতি,
                শান্তি ও নিরাপত্তা,
                ধর্ম ও দর্শন,
                সভ্যতা ও সততা,
সব শেষে শূলে চড়াবো সোনার হরিণ মানবতা'টাকে!
রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ইজরায়েল-
যদিও খামচি মেরে ছিঁড়ে ফেলে আমার হৃদপিন্ড!



উৎসর্গ : পৃথিবীর সব অসহায় মানুষগুলোকে!