পৃথ্বীর জগদীশরা আজ জবুথবু ।
        ত্রিশূল হাতে সীমান্তের ঈগল।
কাঁটাতারের মাটিতে জন্মাধিকারের ত্রাসিত-মৃত্যু।
        মাতাল স্বদেশ প্রেমিকদের শুধু,মাদল মাতাম।


স্বাধীন ভূখণ্ডের মাটিতে যখন হিউমাস,
তখন;
চল্ হিতসাধক চল্ !
স্বাধীনতার সুবর্ণা জয়ন্তীর আগেই
ভেঙে ফেলি,
                 হিরন্ময় "স্মৃতিসৌধ'
                          'শহীদ ভাস্কর্য'
                                  'বদ্ধভূমি"!
ইতিহাসের পাতা থেকে মুছে দেই;
                    অগ্নিঝরা "রেসকোর্স,
                                 'কালুরঘাট"!


ঘুমিয়ে থাকুক মানচিত্র; গঙ্গার ধারে, ঈগলের কোলে!
!
!
!
উৎসর্গ : আজকের বিএসএফের গুলিতে জয়নাল হোসেন ও কাঁটাতারে ঝুলন্ত কিশোরী ফেলানী সহ সীমান্তে সকল মৃত মানুষদের জন্য।


বিঃদ্রঃ এ শুধু আমার স্বদেশপ্রেম।কাউকে আঘাত করা নয়_?তাই ওপার বাংলার সব কবিবন্ধুরা কবিতাকে স্বদেশ প্রেমের দৃষ্টিতেই দেখবেন । আজ কলম এই জন্য ধরলাম যে,  ফেলানী হত্যার পর ভারত বাংলাদেশ সচিব পর্যায়ের বৈঠকে ভারতীয় এক সচিব বলেছিল আমরা সীমান্তে আর বাংলাদেশী নাগরিক হত্যা করব না। তবে প্রশ্ন হল এখনো কেন করা হচ্ছে? বলতে পারেন তারা অবৈধ ভাবে প্রবেশ করেন তাই? আমি বলি কি, ভারতীয়রা কি অবৈধ ভাবে প্রবেশ করে না? বাংলাদেশের মত ভারতীয়দেরও অবৈধ প্রবেশের তথ্যবহুল একটা লিংক দিলাম সব কিছু পরিষ্কার বুঝে আসার জন্য> http://m.somewhereinblog.net/mobile/blog/Rush_of_Rain/29442922
তাই আমি পুনরায় ভারত বাংলাদেশের কর্ণধারদের আহ্বান জানাই যে,  এ সমস্যার একটা চুড়ান্ত সমাধান নিয়ে আসা হোক।আর শান্তির পতাকা উড়ুক দু'দেশেই।