দুটি বয়স্ক চোখের আশার দৃষ্টি,
একটি পূজারী মনের জায়নামাজে বৃষ্টি,
আমার;
করলো দেহে যুধিষ্ঠির সৃষ্টি!


রৌদ্র-স্নান আকাশ পিচঢালা পথ,
কাক-ডাকা দুপুর উদ্দেশ্যে-হীনা রথ,
পাবার;
ছিন্নভিন্ন জীবন-শ্লেষের একটুকরো শ্লথ!


উঁচুনিচু বিল্ডিংয়ে সীমাহীন হতাশা,
ফাইল-ভরা চিরকুটে নেই-যেন ভরসা,
তাই;
প্রজ্জ্বলিত প্রতিভা ভাবান্তর আশাহীনা-ভাষা!


বেকারত্বের বিষেরকাটা বিঁধেছে ভাগ্যরেখায়,
ক্ষমতাবানরা বংশীবাদক শিক্ষিতরা লাথি-খায়,
তাইতো;
পরভৃত-বেকার গেয়ে-যায় জীবন সংশয়-সংশয়!!