আয়_ ওরে আয়_!
    যায়_ বেলা বয়ে যায়_
ওরে আয়_ তোরা সবি আয়_!


     উঠ_ ওরে উঠ_
  ছুট_ হাঁকিয়ে ঘোড়া তোরা ছুট_
                  আর কতো তিথি'র ঘুমাবি  ত্রিযামা!!
    খোল আঁখির মন্দাকিনী! খুলে দেখ!
মারলো ছোবল! খেলো_রে শকুন! তোদের স্বর্গ দূর্গের ত্রিসীমানা!!!


   নে_ তোরা নে_!
          থরে-নিথরে_
ধনুক, কামান, হাতুড়ি, শাবল
        মুখে বলে হরি-বোল!!
থাকতে বেঘোর! ওরে তোদের শত্রু থাকতে বেঘোর!!!


   মার_ ওরে মার_!
       এথায় সেথায় মার_
          খঞ্জরে দিয়ে, তুমুল ধার!  
হইয়া যা আজি পথভ্রান্ত! ওরে দেখ শত্রু থরহরিকম্প!!                     কেটে ফেলে দে তোরা রাক্ষুসীদের দাম্ভিক মস্তক!                                মুক্ত কর তোদের  দয়িতা বঙ্গ!!!
____আজি রহিয়া তোরা পথভ্রান্ত"!!!___


   আসছে_ সময় আসছে_!
      বাঁজছে_ বিজয়ের সুর বাঁজছে_
             কাঁদছে_দেখ পিচাশেরা কাঁদছে_!
বার দরিয়ার বারি ছেঁদিয়া রবাহূত রবি ডাকছে নিশিদিন!!      
             ও মহাকালের নিদ্রিত জাতির উদিত তেজস্বী তূর্য!
     কেন তোরা আজ উদাসীন!!!?