জনগণকে ভাবছে বোকা ,
কথায় কাজে দিচ্ছে ধোকা।
আর ভাব ধরে সে জ্ঞানী,
তবু ক’জন তাকে মানি !
সবজান্তা, সব কিছুতেই নাকগলায়,
নেই ঠেলে সে জ্ঞানী ফলায়।
ঝিম ধরে সে জ্ঞানী !
তার সম্পর্কে ক’জনে কতটা জানি !
চামচারা সব তেলের খনি,
সে নাকি মান্যবর মানি !
জনগণের ধোলায় খেয়ে ,
দৌড় দেয় সব ধেয়ে।
বলে শালা - ওরে ভোলা
দ্যাখ চেয়ে ওই
চামচারা সব গেল কই
টাকা থাকলে হয় কি সম্মানি !
জনগন ছুটিয়ে দেবে ভাব ধরা সব জ্ঞানী।