আমাদের সমাজে, আমাদের মাঝে;
                      কে কতোটা সৎ আপন কজে!
অপরূপ সুন্দর দেশ যেন ছবির মতন,
             দুর্নীতির কাছে হারাচ্ছি মানিক রতন!
আমাদের ইতিহাস, আমাদের গৌরব;
                দুর্নীতি ঠেকাতে কেন হই না সরব!
সমাজে কৃষক-শ্রমিকরাই বড় অসহায়,
           সরকারি অফিসে প্রতি কাজে ঘুস চায়।
কোনটা ছেড়েকোনটা বলব দুর্নীতির দলিল,
      দুর্নীতি কলঙ্ক যেন আজ শিক্ষিতের আঁচিল!
আমাদের সমাজে, আমাদের কাজের মাঝে;
    সত্য-মিথ্যা মিশিয়ে উপরি আয় প্রতি কাজে!
(০৫ আগস্ট ২০১১)