ধূ ধূ দিগন্তে অথৈ রৌদ্র
শূন্য করতলে প্রগাঢ় নীরবতা;
আলো আঁধারের মাঝে থাকি
জুটি বেঁধে রুটি খাই।
দৃষ্টি চলে যায় দূরে;
হীমশীতল দিনেও জলে নামি
বুকভাঙ্গা কষ্ট নিয়েও !
কর্ম, রোদ্দুর, হাওয়া আর ক্লান্তিরা
খেলা করে সরলতা নিয়ে।
অপেক্ষা শুধু স্বপ্নের সফলতা,
ঝিক ঝিক করে বুক
প্রজাপতির ডানার মতো...
চুপি চুপি রাত জাগি
বেদনা-পূর্ণতার নীরব আনন্দে
চোখের তারায় সবুজাভ;
তোমার অথবা আমার জ্ঞানের আলিঙ্গনে
আলোকিত হও!