নগ্ন প্রত্যাশায় ঘুরি তীব্র জ্যোৎস্নায় ভিজে
রক্তচক্ষুর আলিঙ্গনে দৃশ্য  কানে বাজে!
মান অভিমানের হৃদয় জুড়ে
অদৃশ্যের মাঝে দৃশের জনভীড়ে
লুন্ঠিত হৃদয়ের রোমাঞ্চিত ঘটনার মাঝে
শেকড়হীন কল্পনদীর মাঝরাতে অথবা সাঁঝে।
ছায়াহীন শ্রাবণ প্রেমের মায়াময় হাহাকার
পৌষের মরীচিকায়  ফিরি নগ্ন কুয়াশার
উজ্জল গোধুলী আজ নিষ্প্রভ স্বপ্নহীন
তবু নগ্ন প্রত্যাশায় ঘুরি আমি ঠিকানাহীন ;
চঞ্চলতার পাঁপড়িতে উঠে ঘুমন্ত চুম্বন, বাজে বীণ
বেদনায় ধিকিধিকি জ্বলে জীবন
                      সংঘাতের টানা পাড়ন।
সময়ের লাল সিঁড়ি ভেঙ্গে চলি নগ্ন প্রত্যাশায়
খুঁজে ফিরি কষ্ট ক্লেশ আর গণজীবনের ফেনায় ,
সোনালী দুপুরের সুনীল আকাশে অথবা ক্ষণে ক্ষণে
অসংকোচে মহোৎসবে মেতে উঠি আশ্রয়হীন স্মৃতি কোনে।