নীলাভ আকাশ হয়ে ওঠে বর্ণহীন ফ্যাকাশে,
নরখাদকের থাবায় থেমে যায় বাতাস
নদীর স্রোেতর মতো বহমান,
তবু বেঁচে থাকার ব্যাকুলতা!


বাংলার প্রকৃতিতে মিশে আছি নির্মোহ দানে,
আলো-ছায়াতে, নদী-গিরি-বনে।
বাংলার অবারিত মাঠ জুড়ে,
বাঙালির অনুভবে।


সৌন্ধয্যের বৈচিত্রতা মিশে সোনালী ধান ক্ষেতে,
মায়ের সবুজ আঁচল জড়িয়ে আছে পরতে পরতে।
মিষ্টি রোদের কাশফুল ছোঁয়ায়,
নীলাকাশে মেঘের ভেলায়।


আমরা মিশে যাই আমাদের জাতীয়তাবাদী চেতনায়।
নদীর বুকে প্রকৃতির সাথে পালতোলা নৌকায়,
আবহমান বাংলার মমতার অনুভবে,
মায়ার আপন স্বাভাবে।
(০১অক্টোবর ২০১৭)