ক্ষুধার মিছিল
                -এম. মাহবুব মুকুল


ছেড়া কলাপাতায় এক মুঠো ভাত,
বেলা দিগন্তে মিলেছে কখন আসবে প্রভাত!
ক্ষুধাতুর শিশুর চিৎকার আর্তনাদ,
কুকুর গুলো স্তব্ধ! চৌকিদার থমকে দাঁড়ায়।
শিয়রে আছে কাফনের কাপড়
            দুয়ারে মৃত্যুর কষাঘাত !
ছেড়া কলাপাতায় এক মুঠো ভাত,
তাই নিয়ে কাড়াকাড়ি। কখন পোয়াবে রাত!
ক’দিন ধরে খাইনি কিছু , দাঁড়ায়ে দুয়ারে
           মাগো দিবে ? এক মুঠো ভাত!
দীর্ঘ্ক্ষণ পরে উত্তর আসে, না ।
     অন্যখানে দেখতে পাওনা!
হায়রে বিধাতা! কোথাও কি কিছু নাই?
এক মুঠো ভাত, নয়তো একটু ফ্যান !
সারাদিন পুনঃধবনি, অন্যখানে যান।
বার্ধক্য তাই এতো ক্ষুধা, এতো লোভ।
মৃত্যু আজ ডাকছে। দুয়ারে কষাঘাত।
পা চলে না, গতি নেই সম্মুখে
পৃথিবী আজ ক্ষুধাতুর, বড়ই নিষ্ঠুর!
সম্মুখে অসীম দরিয়া, চোখেতে ঝাপসা কুয়াশা।
পেটের ক্ষুধায়  চোখ যে অন্ধ দেখায়,
ক্ষুধার মিছিলে  পৃথিবী যে অসহায়।