দূর অজানায় তাকিয়ে
         ভাবনার ভিতর হামাগুড়ি,
প্রকৃতি গাছ আর প্রাণী
        সম্মুখে যতই চলছে গাড়ি
পিছনে ধাবিত হচ্ছে ততই
         মধ্যখানে একটিকে কেন্দ্র করে।
গাড়িতে বসে ভাবনা তবুও অন্যজগতে
            হালকা ব্রেকেই জ্ঞান ফিরে !
কেউ আবার ঘুমিয়ে অন্যের কাঁধে
পথিমধ্যে হঠাৎ ব্রেক
             হালকা ঝাকুনি
কেউ জ্ঞান ফিরে
     সম্মুখে তাকিয়ে বকুনি,
কি যেন জিজ্ঞাস করে!
হিন্দি-বাংলা মিশ্রিত গান
             অনেকের জুড়াল প্রাণ।
পথিকেরা তাকিয়ে
                  যাত্রির লুকোচুরি
পার্শ্বে সুন্দরী যাত্রীর আনাগোনা
   জেগে জেগে ঘুমায় ভুরি ভুরি।
অদ্ভূত কল্পনা ! হঠাৎ ব্রেক
                      ফেরিঘাট। নামুন।
ঐখানে ঐদিকে; যাত্রীরা সব
        কোলাহলে। বলে, পথ ধরুন।
লঞ্চে ওঠার প্রতিযোগিতা,
                    সম্মুখে চলে---
অসীম জলরাশি ঠেলে।
যাত্রীরা সব দাঁড়িয়ে বসে।
ডুবোচরগুলো
            মাথা উঁচু-নিচু করে
কোথাও আবার  সংকেত লাঠিতে
জল রাশি কেটে চলে তারই গতিতে।