জাতির সম্মুখে


জাতিরসম্মুখে এ পথের শেষ কোথায়?
তারই সন্ধানে ছুটছি অবশিষ্ট সময়!
সমাধানহীন জীবনের গ্রন্থিত শিহরণে;
তারই সন্ধানে মেঠোপথে রাজপথে চলি।
কখনো ঠিকানাহীন অন্ধকারে,
                          সহসা দুলি!
শিশির সিক্ত ভোরের আলোয়
আতঙ্কের পদচিহ্ন! নিষ্ফল চাহনি,
তবু  আশায় বুক বাঁধি , মানবতার সন্ধানে ছুটি।
যদি পাই পথের সন্ধান
তাই বারবার জেগে উঠি,
যদি পাই সেই প্রতিধ্বনি।
হিজল-তমালের ছায়া ঘেরা পথে
নিরাসিক্ত নদীর চোরাবালি চরে
উজ্জীবিত স্বদেশের চোখে রক্ত!
জাতির সম্মুখে এ পথের শেষ কোথায়?
আত্মপরিচয়ের ধর্ষণে দিশেহারা জাতি!
সবুজ শস্যক্ষেত্র বিষক্ত পিত্তে ভর্তি।
বালিয়াড়িতে  আটকেছে জাতির সম্মুখ গতি,
প্রবল কালোজল উঠে আসে অমাবস্যার টানে
হঠাৎ বৃষ্টির বানে তলিয়ে যায় জীবন জীবিকা
নিরন্তর বাজে সেই শংকাধবনি!
জাতির সম্মুখে এ পথের শেষ কোথায়?