জল থৈ থৈ জলসা ঘরে
           ভেজা চুলে কাঁপন ধরে,
লোভনীয় মৃত্যু ফাঁদে
              বৃন্দাবনে রাত কাটে;
অন্তহীন ঝড়ের রাতে
        মেঘবালিকা মেঘের সাথে।


জল থৈ থৈ আঁধার রাতে
          বিজন প্রেমের হাহাকারে,
অনন্ত বিষাদ নিঃস্ব প্রেমে
         ডুব দিয়ে যায় নীল ঘুমে;
অবচেতন মনে স্বপ্ন খোঁজে
        দিনের শেষে সন্ধ্যা সাঝে।


মেঘবালিকা জলসা ঘরে
               বৃষ্টি মাঝে নৃত্য করে,
জলসা ঘরে পরবাসী
           অনন্ত বুকে স্বপ্ন উদাসী;
ভেজা চুলে রাতের হাওয়া
        ডুব সাঁতারে কাছে পাওয়া।


জল থৈ থৈ প্রেম জোয়ারে
           ভাবনাগুলো খেলা করে,
একাকি জাগে আঁধার রাতে
       নেশার ঘোরে নেশায় মাতে;
ভুল বুঝে সবাই ভুল করে
         যৌবনের ঐ জলসা ঘরে।
              (১৬ জুলাই ২০১২)