প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে দেশ, বাড়ছে ব্যস্ততা;
জীবনে চাওয়া অন্তহীন, যেন দৌড় প্রতিযোগিতা।
হুট-হাট সিন্ধান্ত বয়ে আনে জীবনে দুঃখ-যন্ত্রণা,
জ্ঞান সাগরে ডুব দাও, তোমার তো সবই জানা।
সময়ের কাজ সময়ে করো, করো না আর হেলা;
নিজের প্রতি করো না তুচ্ছ-তাচ্ছিল্য অবহেলা।
প্রকতির উপর বিরূপ আচরণ করলে সে নিবে প্রতিশোধ,
মানবতা আর প্রকৃতির প্রতি কখনো হয়ো না নির্বোধ।
চিন্তালোকে মনোজগতে প্রবেশ করো অনুসন্ধানী,
মানষিক অশান্তি লোপ পেয়ে সে হবে ধনী-জ্ঞানী।
নিজের মাঝে খুঁজে পাবে নতুন এক অনুপম জগৎ.
স্বীয় জ্ঞানে জীবন চলার পথে পাবে সুদীপ্ত প্রভাত।
আত্মসমালোচনায় সম্মুখে যাবে তুমি নব উদ্যমে,
প্রযুক্তির চিন্তালোকে আলোয় আলোকিত ধরাধামে।
(১০ জুন ২০১৮)