বেঁচে আছি! স্বপ্নের মতো প্রাণহীন
ক্ষুধাতুর রোদের ঝাপি
হঠাৎ বৃষ্টির দাপাদাপি,
কখনো কালবৈশাখি!
আয়নার কাছাকাছি
প্রতিটি মুখ যেন চেনা;
তবুও আনেনি একগুচ্ছ ফুল।
সারাক্ষণ স্বপ্নে মগ্ন!
নিজের দিকে দৃষ্টি নেই
দূর থেকে দেখি ঈশাণে মেঘ
আমার চোখ চেয়ে---
আছে,  শুধু অনিমেষ ভেদ-প্রভেদ,
জলন্তদ্বীপ । মুক্তমাঙ্গী বৈচিত্র্যহীন
আকাশ নিয়েছে কেড়ে
জোছনা দিয়েছে ছেড়ে
নিত্য সকালে!
আঁধারের নাচানাচি
মহুয়ার বনে মৌমিতার গুঞ্জন
বনপুষ্প নিয়ে---
বনরেখা হারিয়ে অরণ্যবাস
তবুও বেঁচে আছি!
ফলবতী গাছ হওয়ায় চঞ্চলতায় মাতোয়ারা
উদ্দীপনা বিভা আর ঝিলিক,  কখনো রঙধনু
চাঁদের আলোর বিচ্ছুরিত।
জনপ্রিয় নয় সমাজচ্যুত;
তবুও বেঁচে আছি!
পড়ন্ত বিকেলে
অথবা কুয়াশাচ্ছন্ন সকালে
জোছনাহীন রাত্রে
সম্বলহীন পথিকের মতো
দীর্ঘ প্রতিক্ষায় তারই অপেক্ষায়।