প্রিয়তমা তুমি আমার প্রাণ,
আমার কলিজা, আমার দেহের আত্মা,
আমার সব কিছু ৷
অথচ নিজের স্বার্থ হাছিল করতে-
আমার ভালবাসা কে তুচ্ছ করে চলে যেতে,
কত না মিথ্যার আশ্রয় নিয়েছ ৷
কত অভিনয় তোমার চেহারায় ফুটে উঠেছে,
কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেনা !
আজ হাজার মিথ্যে তোমাকে হয়তো,
তোমার কাঙ্খিত লক্ষে পৌঁছে দিবে ৷
কিন্তু সামুগ্রিক ভাবে আমার চেয়ে বেশি কষ্ট নিয়ে-
তোমাকে চোরের মত বেঁচে থাকতে হবে ৷
এবং তুমি আজ যাকে আপন করে নিচ্ছ !
একদিন সে তোমাকে সবার সামনে-
মিথ্যা বাদীর কলঙ্ক দিয়ে,
দূর দূর করে তাড়িয়ে দিবে !
তখন যদি তোমার অসহায়ত্ব-
জীবনের পাশে কেউ না থাকে,
তোমার ভালবাসার মানুষটাকে খুঁজে পাবে ৷
প্রিয়তমা একটা কথা মনে রেখো,
আমার চেয়ে বেশি ভালবাসা-
তোমাকে কেউ দিবেনা !
কারণ আমি তোমাকে,
আমার অন্তর দিয়ে ভালবাসি ৷
আমার সমস্থ সত্তায় তুমি মিশে আছ,
আমার সারাটা দেহ শুধু তোমারি নাম জপে ৷
দিবস রজনী শুধু তোমাকেই খুঁজে,
তোমারি গান গায় ৷
তোমার অমিয় সুদা পান করে,
হারিয়ে যেতে চায় অনাবিল এক স্বর্গীয় সুখে ৷
যে খানে আমার আমিত্ব-
তোমাতে হারাবে দুটি দেহ এক প্রাণ,
তোমার সুখই হবে আমার একমাত্র লক্ষ্য ৷
প্রিয়তমা কসম তোমার একটি বার-
আমার ভালবাসার কথা মনে করে দেখ !
তুমি তোমার ভুল বুঝতে পারবে,
এবং ফিরে আসবে ৷
প্রিয়তমা প্রচুর ধন সম্পদের ভিতর-
ভালবাসা থাকে না !
প্রকৃত ভালবাসা,
অন্তরের গহিনে প্রস্ফুটিত হয় ৷
আর সেই ভালবাসা টুকু উজার করে দিয়ে,
তোমাকে আমি আমার-
প্রানের বিনিময়ে কিনেছি ৷
প্রিয়তমা আমার ক্ষতি পূরণ না দিয়ে,
তুমি কোথাও যেতে পারনা !
আর যদি যাও,
রোজ হাসরে দাবি নিয়ে-
আমি তোমার সামনে এসে দাঁড়াবো ৷
সেই দিন কি করবে ?
কি ভাবে আমাকে-
এড়িয়ে যাবে ভেবে দেখেছ ?
মিথ্যা তো তখন চলবে না,
যাই হোক আজ মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে,
তোমাকে শেষ বারের মত বলছি ৷
প্রিয়তমা আমি তোমাকে,
এই বিশালময় পৃথিবীর-
সমস্থ ভালবাসা টুকু দিতে চাই !
তুমি আল্লাহর দিকে তাকিয়ে,
আমাকে তোমার ভালবাসা টুকু-
ভিক্ষা দিতে ফিরে এসো ৷
আমার দুঃখময় জীবনে !
এটা আমার শেষ আর্তনাদ তোমার সমীপে !!!
*************************
রচনাকাল ১৬/০১/২০১৪ ইং
নিউ ইয়র্ক ৷